হ্যা PTC এর পুর্ন মিনিং হচ্ছে "Paid To Click" অর্থাৎ বিভিন্ন বিজ্ঞাপন দাতারা যাদের বিজ্ঞাপনের বাজেট কম তারা তুলনামুলক কম মুল্যে পিটিসি সাইটে এড দেয় কিন্তু সেই এড দেখবে কে? তাই আমার আপনার মত লোকজন সেই এড গুলো দেখি এবং এই এড গুলো দেখার বিনিময়ে পিটিসি সাইট গুলো আমাদের নির্দিস্ট অর্থ প্রদান করে। আপনাকে সাইট গুলো প্রতিদিন একটি নির্দিস্ট পরিমান এড দিবে এবং আপনি সেই এড গুলো দেখবেন এবং প্রতি এড দেখার বিনিময়ে আপনাকে সর্বোচ্চ ১ সেন্ট হতে ১০ সেন্ট পর্যন্ত পে করে থাকে (ফ্রি মেম্বারশিপের ক্ষেত্রে)। এছাড়া আপনার রেফারেলে কেউ যদি ওই সাইটে রেজিস্ট্রেশন করে, তবে তাদের দেখা প্রতি এডের বিনিময়ে আপনি পাবেন সর্বোচ্চ ০.৫ সেন্ট করে (ফ্রি মেম্বারশিপের ক্ষেত্রে)।
1. অপরদিকে পিটিসি সাইট অ্যাডমিনদের মানে যারা পিটিসি সাইটের মালিক কর্তৃপক্ষ তাদের আরো দুটি ইনকাম আছে তথারুপঃ
১। পাবলিশার মেম্বারঃ
পূর্বেই বলেছি আমার আপনার মত বিজ্ঞাপন দাতারা নিজেদের কোন ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক সাইট প্রমোট করার জন্য উক্ত পিটিসি সাইটে বিভিন্ন বাজেট অনুযায়ী অ্যাডগুলো পাবলিশ করার সুযোগ পাই। ফলে তাদের বাজেটের তিন ভাগের ১ ভাগ অর্থ নিজেদের কাজে লাগাচ্ছে বাকিটা ইউজারদের ক্লিক রেটে বন্টন করা হচ্ছে। সহজ ভাষায় বলতে গেলে টিটিতে অর্থের বিনিময়ে কোম্পানীদের স্পন্সর করার মতো। সুতরাং পিটিসি সাইটের পাবলিশারদের ৫ টাকা থেকে তারা ২ টাকা কেটে রেখে বাকি ৩ টাকা বন্টন করছে। আরেকটি মজার ব্যাপার হল এখানে পিটিসি কোম্পানী গুলোকে অ্যাডের জন্য বসে থাকতে হয়না। আমার-আপনার মত অনেকেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অ্যাড পাবলিশ করার জন্য সিরিয়াল করে আসে। সুতরাং পিটিসি সাইট গুলোতে কোন লিংকে ক্লিক করে যে সেন্ট/অর্থ পাই তার সিংহ ভাগই ঐ পাবলিশার অ্যাড হতে আসে।
২। আপগ্রেটেড/প্রিমিয়াম মেম্বারঃ
হ্যা এখানেও সাইটগুলোর ইনকামের সুযোগ থাকে। যেমন আপনি একটি সাইটে ফ্রি মেম্বার হয়েছেন কিংবা সাইটে বিনাশ্রমে কাজের জন্য রেফারেল হায়ার করবেন এবং আপগ্রেটেড করবেন সেখানে আপনাকে নিদিষ্ট অর্থের বিনিময়ে হতে হচ্ছে। সুতরাং এটাও পিটিসি সাইটের বড় মাপের ব্যবসা। এখানে আপনার মত ইউজারদের কাছ হতে টাকা নিয়ে হয়ত তারা কোন জায়গাতে ইনভেস্ট করে নতুবা আপনার প্রেরিত অর্থ দ্বারা আরো ১০ জন মেম্বারকে পে করা হচ্ছে।
লিগ্যাল VS স্ক্যাম পিটিসি
আপনি ভালো সাইট গুলো থেকে গড়ে রেফারেল ছাড়া দৈনিক ৩-৫ সেন্ট আয় করতে পারবেন। পিটিসি কাজ সম্পর্ক যানেন তাদের জন্য এই টিউন নয় যারা নতুন তাদের যন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।
ইনটারনেট অনেক পিটিসি সাইট আছে যার বেশির ভাগই ভুয়া (scam) পেমেন্ট করেনা। তাই সবার কাছে অনুরোধ থাকবে কোন সাইট দেখেই কোন খোজ খবর না নিয়ে কাজ করা শুরু করবেন না যেন। যে সাইটে কাজ করবেন তার সম্পর্কে গুগলে (google) এ সার্চ করুন সাইটি সম্পকে বিস্তারিত জানার চেষ্টা করুন। আমাদের আবার অনেকের স্বভাব রয়েছে কোথাও কোন ইনকামের লিংক কিংবা কথার ফুলঝুড়ি শুনেই কিছু না বুঝার আগেই বিপথে পা দিই। এই যেমন টিটি সহ অনেক ব্লগ সাইটে দেখেছি অনেকেই রেফারেল গোছানোর জন্য টিউমেন্ট বক্সে লিংক শেয়ার করছেন। এখানে অবশ্য লিংক শেয়ার করাটা দোষের দেখছি না। কিন্তু অসুবিধা হল যিনি লিংক শেয়ার করছেন তিনিও নিজেও জানেন না সাইটটি স্ক্যাম। এখানে আরেকটি ব্যাপার হল নতুন সাইট দেখে তিনিও যোগ দান করেছেন। নতুন স্ক্যামকৃত পিটিসি সাইটে আকর্ষণীয় বিজ্ঞাপন থাকতে পারে যেমন প্রতি রেফারেল আপগ্রেটেড হিসাবে ১০ ডলার হইতে ১০০ ডলার বোনাস!! সুতরাং বুঝতেই পারছেন কেন সে আপনাকে সাইটগুলো রেফার করছে। অপরদিকে তার নিজেরও কোন প্রমান প্রুফ নাই যে তিনি পেমেন্ট পেয়েছেন। সুতরাং সাধু সময় থাকতে সাবধান! অযথা সাইটে কাজ করে সময় নষ্ট করবেন না। যদি পিটিসি সাইটে কাজ করতেই হয় তাহলে প্রমাণ স্বাপেক্ষ হিসাবে লিগ্যাল সাইটে কাজ করার চেষ্টা করবেন।
Post a Comment